
রাজিবুল হক সিদ্দিকী কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একশত পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ।
শনিবার (৩ফেব্রুয়ারি) ষ্টেশন রোড পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান পরিচালনা তাকে আটক করে । আটক তৌফিকুল ইসলাম (৪৬) কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া এলাকার পিতা- মোঃ আলাউদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ স্টেশন রোড পশ্চিম তারাপাশা এলাকার সাদ্দাম হোসেনের রিক্সা গ্যারেজে অভিযান পরিচালনা করে একশত পিস ইয়াবাসহ তাকে আটক করে।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ।