
আজব দুনিয়া: সুস্থ হয়ে উঠার আশায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশুকে একটানা ১৫ মিনিট ধরে গঙ্গা নদীতে ডুব দিতে বাধ্য করেন মা-বাবা। তারই জেরে মৃত্যু হলো শিশুটির। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ক্যান্সার আক্রান্ত একমাত্র সন্তানকে মা-বাবা রোগমুক্তির আশায় ১৫ মিনিট গঙ্গায় ডুব দিতে বাধ্য করে। এর ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিশুটির।
জানা গেছে, মৃত শিশুটির নাম রবি সাইনি। ঘটনার সময় শিশুটির সঙ্গেই ছিলেন তার বাবা-মা এবং এক আত্মীয়। সবাই দিল্লির বাসিন্দা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শিশুর সেই আত্মীয় অবিরাম শিশুটিকে ঠান্ডা পানিতে ডুব দিতে বাধ্য করছেন। শিশুটির বাবা-মাকে সেই সময় কিছু মন্ত্র পাঠ করতে দেখা গেছে।
খবরে বলা হয়েছে, ঘটনার সময় বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সবাই পরিবারকে থামানোর চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় শিশুটির বাবা রাজকুমার ও মা শান্তি ও শিশুটির আত্মীয়কে পুলিশ হেফাজতে নিয়েছে। রাজকুমার পুলিশকে জানিয়েছেন, কয়েক দিন আগে তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা হাল ছেড়ে দেন।
এরপর অলৌকিক কিছুর আশায় তারা শিশুটিকে নিয়ে হরিদ্বার যান। ঘটনাস্থলে উপস্থিত হরিয়ানার কুরুক্ষেত্রের এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনা দেখে আমি চিৎকার করে উঠি। এক ব্যক্তি জোর করে শিশুটিকে নারীর হাত থেকে মুক্ত করার চেষ্টা করেন। আমরাও তাকে বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু ততক্ষণে সব শেষ।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৪ ফেব্রুয়ারি , ২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.