
ডেস্ক রিপোর্ট : তরুণ নেতৃত্ব তৈরি ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষে কাজ করা অলাভজনক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা আরবান ২০২৪-এর নতুন বোর্ডের যাত্রা শুরু হয়েছে।
আর এবার এই বোর্ডে ফাউন্ডার ও সভাপতি হয়েছেন ফয়সাল মৃত্তিক । ঢাকার বনানীর একটি পাঁচ তারকা হোটেলে সম্প্রতি নতুন এই বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
দেশের ৪০টিরও বেশি অঞ্চলে কাজ করে জেসিআই বাংলাদেশ। তারই একটি অংশ (চ্যাপ্টার) ঢাকা আরবান। জেসিআই বাংলাদেশের সদস্য সংখ্যা ৬ হাজারেরও বেশি যাঁরা কাজ করছেন কমিউনিটি ও দেশের উন্নয়নে।
ফয়সাল মৃত্তিক বলেন, ২৫ জন সদস্য নিয়ে নতুন এই চ্যাপ্টার শুরু করা হয়েছে। সকলের সামনে আমাকে চেইন পরিয়ে সম্মানিত করা হয়েছে । এই সময় জেসিআই বাংলাদেশের চেয়ারপার্সন ও সেনেটর নিয়াজ মোর্শেদ এলিট, সভাপতি ইমরান কাদিরসহ অনেকে উপস্থিত ছিলেন । মানসম্পন্ন শিক্ষা, সুস্বাস্থ্য, জেন্ডার সমতা ও জলবায়ুর মতো বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কাজ করবে বোর্ড।