আনতর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জন ও বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ঢাকার মার্কিন দূতাবাস চিঠিটি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
শেখ হাসিনাকে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি। আমি আমার প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছি, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, এনার্জি, স্বাস্থ্য ব্যবস্থা, মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীসহ অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’
বাইডেন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের সাফল্যমন্ডিত ইতিহাস রয়েছে এবং অনেক সমস্যা সমাধানে অতীতে একসঙ্গে কাজ করেছি। দুই দেশের জনগণের বন্ধন আমাদের সম্পর্কের মূল ভিত্তি।’
বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ভিশনের জন্য দেশটির সঙ্গে কাজ করতে চাই।’
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.