আকবর আলী রাতুল (বেরোবি): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'রোকেয়ার দর্শন: দেশে এবং দেশান্তরে' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে কবি হেয়াত মামুদ ভবনে বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে জার্মানির লেখক, অনুবাদক ও রোকেয়া গবেষক ড.আলিয়া তাইসিনা আলোচক হিসেবে অংশ নেন।
সেমিনারের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। এসময় তিনি বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার উপর গবেষণার পাশাপাশি তাঁর রচিত গ্রন্থ জার্মান ভাষায় অনুবাদ করেছেন লেখক ড. আলিয়া তাইসিনা।
এই উদ্যোগের মাধ্যমে রোকেয়ার দর্শনগুলি জার্মান ভাষার পাঠকরাও জানতে পারছেন। তিনি আশা প্রকাশ করেন, দেশ বিদেশের গবেষকদের হাত ধরে রোকেয়ার দর্শনগুলি সারাদেশে ছড়িয়ে পড়বে।
এসময় বেরোবি বাংলা বিভাগের প্রভাষক মোছাঃ সিরাজাম মুনিরা, মোঃ খাইরুল ইসলামসহ শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.