Site icon Daily Dhaka Press

ধুনটে নানার বাড়িতে এসে ইজিবাইকের ধাক্কায় নাতির মৃত্যু

এম,এ রাশেদ : 

বগুড়ার ধুনটে ইজিবাইকের ধাক্কায় সামির (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জোড়খালী গ্রামের মতিনের ছেলে ও ধুনট উপজেলার রামনগর গ্রামের সরোয়ার হোসেনের নাতি।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, আসন্ন বকচর নামের গ্রামীন মেলা উপলক্ষ্যে নানার মায়ের সাথে বাড়িতে আসে সামির। ঘটনার দিন রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নানার বাড়ির পিছনে কান্তনগর টু নয়মাইল গামী পাকা রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি ব্যাটারি চালিত ইজিবাইক ধাক্কা দেয়।

এতে শিশু সামির দিলে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ায় রেফার্ড করে। সেখানে অনুমাসিক সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version