Site icon Daily Dhaka Press

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ইবি প্রতিনিধি: “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে প্রশাসন ভবন চত্বর থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে এসে শেষ হয়।

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে এবং উপ-গ্রন্থাগারিক মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটি অত্যন্ত সমৃদ্ধ একটি গ্রন্থাগার। এখন এটিকে স্মার্ট গ্রন্থাগারে পরিণত করতে হবে। এক সময় গ্রন্থাগারে বই পড়ুয়াদের ভীড় লেগে থাকতো। কিন্তু দুঃখের বিষয়, নতুন প্রজন্মের সন্তানেরা গ্রন্থাগারে এসে বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে। আজকের এ দিনে আসুন আমরা গ্রন্থাগারে বই পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।

উক্ত আলোচনা সভায় প্রশাসনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version