রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুইশত পিচ ইয়াবাসহ পাঁচ জনকে আটক করছে।
আটক শাহিন আলম (৩৩) নান্দাইল উপজেলার আচারগাও নাথপাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নামাপাড়া গ্রামের -মো: আ: করিম মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩০) সগড়া দক্ষিণপাড়া গ্রামের আবু বক্কার এর পুত্র মাহাবুব আলম (২২) লতিবাবাদ পূর্বচরপাড়া গ্রামের কামাল উদ্দিনের পুত্র আওলাদ হোসেন সাগর (২৬) লতিবাবাদ গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলা লতিবাবাদ পূর্বচরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ।