
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ : ‘গ্রন্থাগারে বই পড়ি: স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) জেলা শহরের আলোরমেলায় অবস্থিত সরকারি গণগ্রন্থাগারের সরকারি গণগ্রন্থাগার অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ।
বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যজিস্টেট রওশন কবীর , জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মুহাম্মদ সাকিল সরকার,জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এড শেখ নুরুন্নবী বাদল, শহীদ খায়রুল জাহান বীর প্রতীক স্মৃতি পাঠাগারের সভাপতি সাংবাদিক একে নাছিম খান, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন।
কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট লাইব্রেরির লাইব্রেরিয়ান মো: সারওয়ার আহমেদ খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন
সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আইয়ুব বিন হায়দার, বীর মুক্তিযোদ্ধা ডা: মো: ছিদ্দিক হোসাইন,জেলা পরিষদের সাবেক সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, কিশোরগঞ্জ সদর উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মহিনন্দ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক কবি শামছুজ্জামান, সুফিয়া মান্নান গণগ্রন্থাগারের আপ্তাব উদ্দিন গোলাপ
অনুষ্ঠানে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা,বই পাঠ ও সেরা পাঠকদেরকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, জেলার বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিগণ, শিক্ষক-শিক্ষার্থী,প্রতিযোগীগণ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়