আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় গত একদিনে ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় দুই শতাধিক সাধারন নাগরিক।
সোমবার এই তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার ইতোমধ্যে চার মাস শেষ হয়েছে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ হাজার ৪৭৮। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮৩৫ জনে।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১১৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ২০৫ জন আহত ব্যক্তি উদ্ধার করা হয়েছে।
হামলার শিকার অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে ত্রাণ সাহায্য নিয়ে পৌঁছতে পারছেন না। সূত্র: আনাদোলু এজেন্সি
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.