চট্টগ্রাম ব্যুরো : আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বোয়ালখালী আমুচিয়া শাখার উদ্যোগে মাইজভাণ্ডারী দর্শনের সেমিনার উসুলে সা’বা ও মাইজভান্ডারী সপ্তকর্ম পদ্ধতির উপর আন্তধর্মীয় সম্প্রীতি সম্মিলন সংগঠনের সভাপতি কীর্তনিয়া দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে গতকাল ৫ ফেব্রুয়ারি সোমবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মচিন্তাবিদ ও তত্ত্ব গবেষক অধ্যাপক ড. স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান, দৈনিক আনন্দ বাংলা টিভির সিইও আনন্দবোধি থের, বিশিষ্ট সাংবাদিক সমীর কান্তি দাশ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমন্বয়ক স ম জিয়াউর রহমান, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সমীরণ পাল, কৃষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনুপম বড়ূয়া পারু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অমল বড়ুয়া, বিকিরণ বড়ুয়া রাসেল, ছোটন বড়ুয়া প্রমূখ।
বক্তারা বলেন, মাইজভাণ্ডারী দর্শনের সপ্তকর্ম পদ্ধতি অনুশীলনের মাধ্যমে অছিয়ে গাউসুল আজম হযরত দেলোয়ার হোসাইন মাইজভান্ডারীর রচিত বেয়ায়তে মোতালেকার আলোকে দৈনন্দিন জীবন-যাপন চর্চাই মানব মুক্তি সম্ভব।
পরিশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.