Site icon Daily Dhaka Press

বিএসএফ ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে

ফেনী প্রতিনিধি: সোমবার দিবাগত রাত দুইটার দিকে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্চুক কয়েকজন গ্রামবাসী জানান, কাঁটাতারের বেড়া কেটে চিনি চোরাচালানের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলারের কাছে তারকাঁটা দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল শতাধিক শ্রমিক। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। আটকরা হচ্ছেন পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।

ফেনীর-৪ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সোমবার রাতের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরাকারবারের অভিযোগে ২৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করে বিএসএফ।

তিনি আরও বলেন, আটকদের তালিকা বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। আটকদের জাতীয় পরিচয়পত্র আমাদের হাতে এসেছে। এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নেব।

ইতোমধ্যে বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন স্বজনরা।

Exit mobile version