রাজিবুল হক সিদ্দিকী , কিশোরগঞ্জ প্রতিনিধি: “বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বাংলা ভাষা ইশারা দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সরকারি শিশু সনদ (বালিকা) থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, সুইড প্রতিবন্ধি স্কুলের সাধারণ সম্পাদক এ্যাড. মায়া ভৌমিক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক হারুন-অর-রশিদ, মুক্তা ড্রিংকিং ওয়াটারের ডিলার সৈয়দ ইয়াছিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ দীন ইসলাম। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে ৬টি হুইল চেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।