কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকা থেকে অস্ত্রসহ ইউসুফ আলী (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইউসুফ আলী উপজেলার শাপলাপুর ইউনিয়ের দিনেশপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় দিনেশপুর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, অস্ত্রসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.