চট্টগ্রাম ব্যুরো : বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের উদ্যোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ শীতবস্ত্র বিতরণ আজ ৭ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. বিকাল ৫টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালস্থ সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুল মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি শিবু কুমার শীল। অনুষ্ঠানের উদ্বোধক ছিরেন চট্টগ্রাম সূর্যমুখী কিন্ডার গার্টেন হাই স্কুলের প্রিন্সিপাল রিক্তা বড়ুয়া। সভায় বক্তারা বলেন বিশ্বে ভাষার জন্য রক্ত দিয়েছে একমাত্র বাঙালি জাতি। বিশ্বের ইতিহাসে আর কোন জাতি ভাষার জন্য লড়াই করেনি।
আজ বাংলা ভাষা বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। জাতিসংঘ অধিভুক্ত রাষ্ট্রসমূহ আজ গভীর মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে, এটি বাঙালির জন্য মহাগৌরবের, মহাঅর্জন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক স.ম জিয়াউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মধু চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা এস্তফা আলী চৌধুরী, মহানগর যুবলীগ নেতা জিয়াউদ্দিন বাবলু, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ ফরায়েজি, মহিলা সম্পাদক শিউলী আকতার, সাংস্কৃতিক সম্পাদক টুম্পা দাশ, শিল্পী হানিফ চৌধুরী প্রমূখ।
আলোচনা সভা শেষে সংগঠনের শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং অস্বচ্ছল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ শীতবস্ত্র বিরতণ করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.