রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে পৃথক দুটি অভিযান ৩কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি - চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে তল্লাশি কালে দুই ব্যক্তির সাথে বহনকৃত দেড় কেজি গাঁজা জব্দ করা হয় এবং তাদেরকে আটক করা হয়। আটককৃতরা চিকনছাড়া ইউপির হলুদিয়া গ্রামের মৃত আনু মিয়া ছেলে মোঃ জয়নাল আবেদিন (৫৫) ও সদর ইউপির গভামারা এলাকার মৃত তরব আলী ছেলে মোঃ কামাল।
এছাড়াও একই রাতে আরেকটি পৃথক অভিযানে রাত দশটার দিকে যোগ্যাছোলা ইউপির বাজার এলাকায় পুলিশ টহলকালে এক ব্যক্তিকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তার নিকট পাওয়া ২কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি নয়ন চাকমা (২৪)। সে যোগ্যাছোলা হাতীকুম্পা পাড়ার মৃত উরং কানা চাকমার ছেলে।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দিন বলেন, পৃথক দুটি অভিযানে অবৈধ গাঁজাসহ তিন ব্যক্তিকে আমরা আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.