Site icon Daily Dhaka Press

ভৈরব পাঁচ ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: র‌্যাবের এক অভিযানে পাঁচ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বুধবার (৭ ফেব্রæয়ারি) সকালে র‌্যাব- ১৪ অভিযান পরিচালনা করে তাদেরক আটক করে।

আটককৃতরা হলো ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের বিল্লাল মিয়ার পুত্র আলামিন (৪০), একই উপজেলার কমলপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত মজিবুর রহমানের পুত্র রাসেল মিয়া (২৬), লক্ষীপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের পুত্র রুমান মিয়া (৩৭), বাঘাকান্দি এলাকার মৃত চুন্নু মিয়ার পুত্র পারভেজ মিয়া (২৬) ও একই এলাকার ইলিয়াস মিয়ার পুত্র রুবেল মিয়া (৩৩)।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মোঃ ফাহিম ফয়সাল জানান, বুধবার সকালে তারা ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করার সময় হাতেনাত তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ভৈরব মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version