কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে র্যাব অভিযানে চার চাঁদাবাজকে আটক করেছে । বুধবার (৮ ফেব্রæয়ারি) র্যাব- ১৪ অভিযান পরিচালনা করে তাদেরক আটক করে।
আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলা শহরে বত্রিশ মনিপুরঘাট এালাকার মোঃ কাঞ্চন (৫৯) মৃত মোঃ আবুল হোসেনর পুত্র বয়লা এলাকার মোঃ মহির উদ্দিন স্বপন দাস(৪৮) পিতা-রাজ কুমারে পুত্র অনিক সাহা(১৯) আমলীতলা এলাকার দীপক সাহার পুত্র একই এলাকার মিজান ভুলইয়া(২৭) ওমর ফারুক এর পুএ।
র্যাব-১৪, সিপিসি-২, কোম্পানী কমান্ডার লেঃ মোঃআশসাফুল কবির কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদাবাজি চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক হয়। এ সময় তাদের কাছ থেকে আট হাজার দশ টাকা, চাঁদবাজি কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।