Site icon Daily Dhaka Press

শুল্ক ফাঁকি দিয়ে আসা ১০ কোটি টাকার শাড়ী জব্দ করেছে কোস্ট গার্ড!

স্টাফ রিপোর্টার: বরিশালের দপদপিয়ায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা প্রায় ১০ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশালের স্টেশন কমান্ডার লেঃ আকতার হোসেন এর নেতৃত্বে গত ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে তিনটায় বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে পটুয়াখালী থেকে ঢাকা গামী ২ টি ট্রাককে সন্দেহজনক মনে হলে তল্লাশীর জন্য থামার সংকেত দেয় কোস্ট গার্ড।

কমান্ডার তকি বলেন, ট্রাক দুটির চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ডের আভিযানিক দল ট্রাক দুটিকে ধাওয়া করলে ট্রাক দুটির চালক দপদপিয়া এলাকা সংলগ্ন টোল প্লাজায় ট্রাক ২ টি রেখে কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও বলপন, এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ২ টি ট্রাক জব্দ করে তল্লাশীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০,০৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১,১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত টাকা।

তিনি জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version