Site icon Daily Dhaka Press

আত্মগোপনে ছিলেন নারী বিসিএস ক্যাডার

জেলা প্রতিনিধি, কক্সবাজার:

সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে কিছুদিন ধরে নিখোঁজ বিসিএস (বন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাহমুদা আক্তার হ্যাপীকে চার দিন পর কক্সবাজার শহরের একটি রিসোর্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের কলাতলী এলাকার এআর রিসোর্ট থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার মাহমুদা আক্তার হ্যাপী টাঙ্গাইলের বাসিন্দা। তিনি ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত। তাকে বনবিভাগে পদায়ন করায় নিজেই আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপীকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের এআর রিসোর্ট থেকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত তাকে বনবিভাগে পদায়ন করায় নিজেই আত্মগোপনে ছিলেন। তবে তাকে অপহরণ করা হয়নি।

Exit mobile version