ঢাকা: বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান ৩ নম্বরে। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে চীনের শেনিয়াং। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা চীনের শেনিয়াংয়ের দূষণ স্কোর ৪৪৯ অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণমাত্রার স্কোর ৩২৪ অর্থাৎ সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।
এরপর রয়েছে রাজধানী ঢাকা। এখানকার বায়ুর দূষণ স্কোর ২৩৯ অর্থাৎ ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তারপর রয়েছে নেপালের কাঠমান্ডু।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/১০ ফেব্রুয়ারি,২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.