রাজিবুল হক সিদ্দিকী কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে আমলীতলা এলাকায় ময়দার মিলে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।শুক্রবার রাতে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ঘটনার নিশ্চিত করে জানান , বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে । অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ময়দার মিলে মালিক আবু তাহের মিয়া বলেন হঠাৎ করে ময়দার মিলে’ আগুন মুহুর্তে লাগে। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।