রায়হান আহমেদ , খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা কোয়ার্টার পাড়া টু মাটিরাঙ্গা গার্লস স্কুল গামী কাচা রাস্তা সংলগ্ন এলাকা থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সাইফুল ইসলাম(২৪), কে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃত মোঃ সাইফুল ইসলাম(২৪),মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রাম এলাকার নুরুল ইসলামের ছেলে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ দরের তত্ত্বাবধানে, মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময়ে ৩৩পিস ইয়াবাসহ মোঃ সাইফুল কে আটক করেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি)কমল কৃষ্ণ ধর জানান,আসামীর বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।