Site icon Daily Dhaka Press

চট্টগ্রামে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের জোরালো দাবি

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম একটি প্রকৃতির অপরুপ লীলাভূমি ও প্রাচ্যের নগরী। এখানেই রয়েছে নদী, পাহাড়, সমুদ্র, জলাশয় ও ঝর্ণা বেষ্টিত অপরুপ সৌন্দর্যের আধার। এরুপ দৃশ্য পৃথিবীর আর কোথাও নেই। হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ প্রাকৃতিক অপরুপ লীলাভূমি চট্টগ্রাম দিনদিন পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের ফলে পরিবেশ হুমকির মুখে চট্টগ্রাম।

পরিবেশ খেকোরা এতোটা বেপরোয়া প্রশাসনের নাকের ডগায় পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তারা। চট্টগ্রামের পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

চট্টগ্রামের পরিবেশ উন্নয়ন ও সামাজিক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে অবাধে পাহাড় কাটা, বৃক্ষ নিধন, পুকুর ভরাট, নদী দখল, টপসয়েল কাটা ও পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের প্রতিবাদে আজ ১১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও ৪১ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি মো মাইনুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন, চট্টগ্রাম নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশগুপ্ত, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মো মাসুদ রানা।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে চট্টগ্রামে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধ করতে হবে এবং পরিবেশ খেকোদের আইনের আওতায় আনতে হবে। পরিবেশ কর্তৃপক্ষ ও প্রশাসন আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ না করলে আগামী ১৯ ফেব্রুয়ারি পরিবেশ ভবন ঘেরাও করা হবে।

বক্তারা আরও বলেন, সরকার পরিবেশ বান্ধব হলেও সরকারের কতিপয় কর্মকর্তার অবহেলা ও দুর্ণীতির কারণে চট্টগ্রামের পরিবেশ আজ হুমকির মুখে। পরিবেশ রক্ষায় সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে চট্টগ্রাম বিপর্যয়ের মুখে পরবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি মো হাসান মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ ইমরান, বঙ্গবন্ধু শিশু কিশোর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা, দৈনিক বিজয় ব্যুরো প্রধান ইমতিয়াজ ফারুকী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সংগঠক বায়জিদ ফরায়জী, সাংবাদিক মো আরিফুল আকবর, মোহাম্মদ মুসা, যুব লীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু প্রমুখ।

বক্তব্য শেষে সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মো মাসুদ রানা চট্টগ্রামের পরিবেশ রক্ষায় ও চট্টগ্রামকে বাচাতে আগামী ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের ফয়েজলেকের পরিবেশ ভবন ঘেরাও কর্মসূচী ঘোষণা করেন।

Exit mobile version