
আজব দুনিয়া: একটি লেবুর মূল্য কত হতে পারে আনুমানিক? ৫ টাকা থেকে সর্বোচ্চ ১০ টাকা? কিন্তু যদি শোনেন একটি লেবুর মূল্য ২ কোটি টাকা! তখন চোখ কপালে উঠা স্বাভাবিক নয় কি? কিন্তু এমনটিই ঘটেছে এক নিলামে।
ব্রিটেনে এক মৃত ব্যক্তির ক্যাবিনেট থেকে পাওয়া ২৮৫ বছরের পুরোনো একটি লেবু নিলামে বিক্রি হয়েছে দেড় লাখ টাকায়। কিন্তু কেন? কী এমন বিশেষত্ব আছে সেই লেবুতে? ব্রিটেনের শর্পশায়ার শহরে একটি নিলামকারী সংস্থায় ব্রিটেলস অকশনার্স সম্প্রতি জানিয়েছে, ব্রিটেনেরই একটি পরিবারের কাছ থেকে এই লেবুটি পেয়েছেন তারা এবং সেই পরিবার তাদের কোনও এক কাকা-জ্যাঠার কাছ থেকে এই লেবুটি পেয়েছিলেন।
লেবুটি তাদের সেই কাকার ক্যাবিনেটের মধ্যেই পড়েছিল। ২৮৫ বছর পর খোলা হয়েছে সেই ক্যাবিনেট আর তারপরেই আবিষ্কার করা হয়েছে সেই লেবুটি। লেবুর আসল মালিক মারা গেছেন আরও অনেক আগে। জানা গেছে, তার ঘরের সব জিনিসপত্র বিক্রির সময় এক ফটোগ্রাফার সেই ক্যাবিনেটের ছবি তুলতে গিয়ে লেবুটি দেখেন। ২৮৫ বছরের পুরোনো এই লেবুর বিশেষত্ব সেভাবে কিছু না থাকলেও, একটি বিষয়ে চোখ আটকে যায় নিলামকারী সংস্থার মালিকের।
লেবুর গায়ে একটি বিশেষ বার্তা খোদাই করা ছিল। আর সেই বার্তা থেকেই উদ্ধার হয় লেবুর বয়স। লেবুর গায়ে লেখা ছিল, ১৭৩৯ সালের ৪ নভেম্বর মিস্টার পি লু ফ্রাসিনি বলে জনৈক এক ব্যক্তি মিস ই বাক্সটারকে এই লেবুটি উপহার দিয়েছিলেন।
ফলে সাল তারিখের উল্লেখ দেখে সময় হিসেব করেই চোখ কপালে উঠে চিত্রগ্রাহকের। আর তখনই তিনি এটিকে নিলামকারীর হাতে তুলে দেন।
নিলামকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রথমে এই লেবুটির দাম রাখা হয়েছিল ৪০ থেকে ৬০ পাউন্ড, সেখানে এই লেবু নিলামে বিক্রি হয় ১৪১৬ পাউন্ডে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৯৬ হাজার টাকা। আর যে ক্যাবিনেটে এটি ছিল সেটি মাত্র ৩২ পাউন্ড বা ৪৪৩১ টাকায় বিক্রি হয়।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/১২ ফেব্রুয়ারি,২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.