Site icon Daily Dhaka Press

খাগড়াছড়িতে চালু হলো প্রবাসী সহায়তা ডেস্ক

রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও হয়রানির সমাধানে খাগড়াছড়ি জেলা পুলিশে চালু হলো ‘প্রবাসী সহায়তা ডেস্ক’। রবিবার (১১ ফেব্রুয়ারি ) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর।

‘প্রবাসী সহায়তা ডেস্ক’-এর মাধ্যমে প্রবাসীরা ২৪ ঘন্টা তাদের পারিবারিক সমস্যা, নিরাপত্তা বিষয়ক, পুলিশ ক্লিয়ারেন্স, আইনগত সহায়তাসহ বিভিন্ন সমস্যা ও হয়রানির বিষয়ে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রবাসে বসেই বাংলাদেশিরা সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ নানা অনলাইনের নানা প্ল্যাটফর্মের মাধ্যমে ডেস্কের সঙ্গে যোগাযোগ করে সহায়তা পাবেন।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর বলেন, যখনই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা আসে, তখন সবাই একবাক্যে রেমিটেন্সের কথা স্বীকার করে। দেশের অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস হিসেবে কাজ করে প্রবাসী আয় বা রেমিট্যান্স। তাই রেমিটেন্সযোদ্ধা প্রবাসীরা জাতির অহংকার ও সম্পদ।প্রবাসীদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই।

Exit mobile version