Site icon Daily Dhaka Press

বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে কানাডাসহ তিন দেশের প্রতিনিধির সৌজন্য সাক্ষাত

ডেস্ক রিপোর্ট:  বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র সাথে কানাডার হাইকমিশনার Dr. Lilly Nicholls, ইরানের রাষ্ট্রদূত Mansour Chavoshi ও নেপালের রাষ্ট্রদূত Ghanshyam Bhandari-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে কানাডা,ইরান এবং নেপালের প্রতিনিধির সাথে পৃথকভাবে সাক্ষাত করেন।
কানাডার হাইকমিশনার Dr. Lilly Nicholls সাথে আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রপ্তানিযোগ্য নতুন পণ্য ও নতুন রপ্তানির বাজার সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশের রপ্তানি আয়ের উল্লেখযোগ্য অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশ ঔষধ, বাই-সাইকেল রপ্তানি করতে আগ্রহী। কানাডার হাইকমিশনার Dr. Lilly Nicholls মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বের প্রশংসা করে জানান, কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের।

তিনি কানাডা থেকে ক্যানোলা তেল রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া অপচনশীল দ্রব্য যেমন ফলের রস (জুস), শুকনো ফল (ড্রাই ফ্রুট) নিয়ে কানাডা’র বিশেষ চাহিদার কথা জানান।

এদিকে, সাক্ষাতকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ইরানের রাষ্ট্রদূতকে জানান, ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক করতে গেলে অর্থ লেনদেন সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলাপপূর্বক বিষয়টি সহজ করার আহ্বান জানান।

Exit mobile version