
নিজস্ব প্রতিবেদক: বিবি ফাতিমা, লাকি আহমেদ, ইসমাইল ভূইয়া ও মিতানূর আক্তার মিতু এই চার বন্ধুর প্রচেষ্টায় যাত্রা শুরু হয়েছে ক্যাফে মজা রেস্টুরেন্টের। রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে শাহাবুদ্দিন প্লাজায় এই ক্যাফের উদ্বোধন করেন রয়টার্স পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক রফিকুর রহমান।
অনুষ্ঠানে কিউরিয়াস টিভির প্রধান সম্পাদক ও ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক খান মোহাম্মদ সালেক, কবি ও সাহিত্যিক শাহিদা ইসলাম ও রেড টাইমসের সম্পাদক সৌমিত্র দেব বিশেষ অতিথি ছিলেন।
ক্যাফের উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস এ সময় বক্তৃতা করেন। উদ্যোক্তারা জানান, এই রেষ্টুরেন্টে মূলত হোম মেইড খাবার পরিবেশন করা হবে। খাবারের মান রক্ষায়ও তারা সচেষ্ট থাকবেন। এর আগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।