Site icon Daily Dhaka Press

সবসময় উপরের নির্দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চলতে পারেনা: ইবি শাপলা ফোরাম সভাপতি

ইবি প্রতিনিধি: “সবকিছুতে যদি উপরের নির্দেশ বহাল থাকে তবে স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না” বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।

সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষক লাঞ্চনা, শিক্ষকদের কণ্ঠরোধের প্রচেষ্টা, অসৌজন্যমূলক আচরণ এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

শাপলা ফোরামের সভাপতি আরো বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ইবি থাকবে কিনা সে বিষয়ে গত ১০ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় কোনরূপ আলোচনা করার সুযোগ না দিয়ে অস্বাভাবিকভাবে যে প্রক্রিয়ায় সভার সমাপ্তি ঘোষণা করা হয়েছে তাতে উপস্থিত সদস্যবৃন্দ অপমানিতবোধ করেছেন।

সবকিছুতেই যদি উপরের নির্দেশ থাকে তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চলতে পারে না। ইতোপূর্বে শিক্ষক লাঞ্চনায় দোষীদের শাস্তি নিশ্চিতে আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু সেব্যাপারে এখন পর্যন্ত আমরা কোন নির্দেশনা বা তথ্য পাইনি।

তাই পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ মানববন্ধনে সমবেত হয়েছি। শিক্ষকদের সম্মান রক্ষার্থে ও লাঞ্চিতে জড়িতদের শাস্তি নিশ্চিতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

উক্ত মানববন্ধনে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ছাড়াও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, সহ সভাপতি অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়শ্রী সেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version