নিজস্ব সংবাদদাতা: প্রায় দেড় যুগ পূর্বে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে তাতে পুলিশের যাত্রা শুরু।
দেশব্যাপী বিস্তৃত দীর্ঘ মহাসড়কে শাত্রী ও পণ্যবাহী যানবাহনসমূহের নিরাপদ যাত্রা, দুর্ঘটনারোধ শৃঙ্খলা রক্ষার জন্য হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য দিন-রাত দায়িত্ব পালন করে যাচ্ছে।
‘সেবাই পুলিশের ধর্ম’ এই নীতিবাক্যকে অন্তরে ধারণ করে নিজেদের শাণিত অঙ্গীকারকে সুদৃঢ় করতে প্রথমবারের মতো পালিত হচ্ছে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪।
১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি সারাদেশের ৮টি রিজিয়ন ও ৮০টি থানা-ফাঁড়িতে জনগণকে সম্পৃক্ত করে নানাবিধ জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে ‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ গড়ার প্রত্যয় নিয়ে সেবা সপ্তাহটি পালিত হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ আর মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সদা কর্তব্যরত।
হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কে মোতায়ন থেকে দুর্ঘটনা ও প্রাণহানি হ্রাস, মাদক ও চোরাচালান রোধ, যাত্রী ও পণ্য পরিবহণে সহায়তা করে সেবার অনন্য নজীর স্থাপন করে চলেছে।
সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনে হাইওয়ে পুলিশের সদস্যরা আরো বেশি জনমুখী ও সেবামুখী হতে উন্মুখ।