Site icon Daily Dhaka Press

কৃষি জমির মাটি কাটার দায়ে ২লাখ টাকা জরিমানা

রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় কৃষি জমির মাটি কাটায় মো:হারুন নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৯ টার দিকে রামগড় পৌরসভার মহামুনি এলাকায় কৃষি জমি থেকে স্কেবেটর দিয়ে জমির মাটি কেটে কৃষি জমি ধ্বংস করছে এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন বলেন, অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।

Exit mobile version