নিজস্ব সংবাদদাতা: 'স্মার্ট বাংলাদেশ গঠনের একটি অনুষঙ্গ স্ক্যাডা সিস্টেম। এটা একেবারেই ভিন্ন ধরনের ম্যাকানিজম। আমরা আগামীদিনে স্ক্যাডার সক্ষমতা আরো বৃদ্ধির লক্ষে এ চুক্তি স্বাক্ষর করেছি যা ডেসকোর সক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। অদূর ভবিষ্যতে সবগুলো সাব- স্টেশন স্ক্যাডা সেন্টারের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে' বলেন ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডেসকো'র স্ক্যাডা প্রজেক্টের সক্ষমতা বৃদ্ধির লক্ষে আগামী ৩ বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয় । অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন ডেসকো'র পক্ষ থেকে ডেসকো'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং ফাইবার এট হোমের পক্ষে জেনারেল ম্যানেজার মাসুদ মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ডেসকো'র নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হোসেন সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী, ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হোসেন সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান, ডেসকো'র নির্বাহী পরিচালক প্রশাসন ও এইচ আর খন্দকার জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক অপারেশন মো. জাকির হোসেন সহ ডেসকো এবং ফাইবার এট হোমের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.