কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী এলাকার রোকন মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাহতাব উদ্দিন (৫০) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী গ্রামের ইসমাইল মিয়ার পুত্র।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী এলাকার রোকন মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.