রেজাই রাব্বী: শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে ওঠার প্রস্তুতি শুরু হয়েছে প্রকৃতির মাঝে। গাছের ডালে ডালে নতুন সোনালি লাল রঙের কচি পাতার সমাগম। বাগানে ফুটেছে বাহারি রঙিন ফুল।
যেন প্রকৃতি বলছে, বছরঘুরে পাতা ঝরা বসন্ত এসে গেছে। কবির ভাষায় ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।’ কবির শঙ্কা দূর করে ফুল ফুটেছে। গাছে গাছে ফুটেছে আমের মুকুল। শীতের খোলসে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্কন এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। বাতাসে যেন মিষ্টি এক আনন্দের আমেজ।
বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। এই উৎসব এখন প্রাণের উৎসবে পরিণত হয়েছে। মোগল সম্রাট আকবর ১৫৮৫ খ্রিস্টাব্দে প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। ১৪০১ বঙ্গাব্দ থেকে ‘বসন্ত উৎসব’ উদযাপন শুরু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে।
ভাষা, সুর, ছন্দ বলে ‘বসন্ত এসে গেছে।’ কমলা, বাসন্তী, হলুদ, সবুজে প্রকৃতির পাশাপাশি সেজে ওঠে উৎসবপ্রেমীরা। সঙ্গে ভালোবাসা দিবসের উষ্ণ ছোঁয়া। রঙে রঙিন হবে নারী, পুরুষ সবাই। সকাল থেকেই বাসন্তী শাড়ি, হলুদ পাঞ্জাবিতে সুসজ্জিত নানা বয়সী নর-নারীদের দেখা যায় ফুল হাতে।
এদিকে বাহারি ফুলের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। ফুলের দোকানে ব্যস্ত তরুণ-তরুণীরা। প্রিয় মানুষের খোঁপায় ফুল গুঁজে দিয়ে যেন বসন্তকে স্বাগত জানাচ্ছে তরুণ-তরুণীরা। উপহার দেওয়া, একসঙ্গে বাইরে ঘুরে বেড়ানো, কোথাও খেতে যাওয়া অতঃপর সেই পরম রোমাঞ্চকর মুহূর্ত, সেই চিরপুরাতন আবেগের চিরকালের নতুন কথাটি জানিয়ে দেওয়া আমি তোমায় ভালোবাসি। বিশেষত তরুণ প্রজন্ম এই দিনটি বেছে নিয়েছে তাদের মনের মানুষের কাছে প্রণয়ের কথা নিবেদনের জন্য।
এই দিনকে উপলক্ষ্য করে আয়োজন করা হয়েছে রাজধানীসহ সারা দেশে নানা অনুষ্ঠানের। রাজধানীর চারুকলার বকুলতলা, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, বনানী লেক, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যানসহ অনেক জায়গায় দিনভর চলছে বসন্তের উৎসব।
দিনভর চলে তরুণ-তরুণীদের বসন্তের উচ্ছ্বাস আর আনন্দ। ফাগুনের ডাকে, বসন্তের আবাহনে সাড়া দিয়ে হাজারো বইপ্রেমী মানুষ সারাদিন যে যেখানেই থাকুক, শেষ বেলায় ছুটে এসেছেন বইমেলায়। কেউ এসে পছন্দের বই কিনে পছন্দের মানুষকে উপহার দিচ্ছে।
চলুন আজ থেকেই ভালোবাসার নতুন দৃষ্টান্ত স্থাপিত হোক। ভালোবাসা জগৎজুড়ে এক মায়ার বন্ধন। বসন্তের রঙে রাঙিয়ে তুলুন জীবন। ভালোবাসুন মাতৃভাষা, দেশ এবং দেশের মানুষ। ভালোবাসুন নিজস্ব সংস্কৃতি এবং দেশীয় পণ্য। ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। শুভ হোক আগামীর পথচলা।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/১৪ ফেব্রুয়ারি,২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.