Daily Dhaka Press

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সৌল ফুটবল একাডেমি (ইউকে) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

সিলেট অফিস:  অদ্য ১৪/০২/২০২৪ খ্রিঃ তারিখে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সৌল ফুটবল একাডেমি (ইউকে) এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে সৌল ফুটবল একাডেমি (ইউকে)।

প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম । পুলিশ কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের তীব্র প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দেয়ার জন্য ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং সৌল ফুটবল একাডেমি এর ফুটবলারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজয়ী দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার । এছাড়া হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার জনাব সৈয়দ সায়েদুল হক সুমন মহোদয়কে আজকের প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগত দর্শকবৃন্দদের মাঠে এসে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন খেলাধুলা আমাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে যুব সমাজকে একটি ইতিবাচক জীবন গঠনে উৎসাহী করা যায়। তাই অমাদের সবাইকে নিয়মিত খেলাধুলা করা উচিত। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কাউছার দস্তগীর, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ জায়েদ হাসান, অফিসার ইনচার্জ (কোতোয়ালী মডেল থানা) মোঃ মঈন উদ্দিন ও সিলেট জেলা যুবলীগের সভাপতি , ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপি শামীম, আওয়ামী লীগ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

Exit mobile version