স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃতের নাম - সাইফুল ইসলামক (৪৫)। এসময় তার কাছ থেকে ভিন্ন ভিন্ন ট্রেনের ১২ টি টিকেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুর অনুমানিক সাড়ে ৩ টায় কিশোরগঞ্জ রেলওয়ে থানার একটি টিম স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত টিকিট কালোবাজারি সাইফুল ইসলামকে (৪৫) ভিন্ন ভিন্ন ট্রেনের ২৪ আসন বিশিষ্ট ১২ টি টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে কালোবাজারি টিকিট বিক্রির নগদ ৭৬৭০/- টাকা ও একটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে টিকিট কালোবাজারি সংক্রান্ত আরো ৪টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রকৃয়াধীন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.