Site icon Daily Dhaka Press

বেরোবিতে ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

আকবর আলী রাতুল (বেরোবি): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ উপলক্ষে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. এম. এ. ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, ড. এম. এ. ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী। জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে তাঁর অনেক অবদান রয়েছে। বিজ্ঞানের চর্চায় বরেণ্য এই পরামাণু বিজ্ঞানীর অভিজ্ঞতা ও দর্শনকে ছড়িয়ে দিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কাজ করবে। এ লক্ষ্যে আগামীতে ড. ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ড. বিজন মোহন চাকী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফিরোজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী, কর্মচারী ইউনিয়নের সভপতি নুর আলম মিয়া, বিশ্ববিদালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ড. এম. এ. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Exit mobile version