Site icon Daily Dhaka Press

কৈশোরেই জনি লিভার আত্মহত্যা করতে চেয়েছিলেন

বিনোদন ডেস্ক:
প্রতিটি মানুষের জীবনেই নানা সমস্যা ও সম্ভাবনায় মোড়া থাকে। নানা প্রতিঘাত সহ্য করে একজন মানুষের তৃণমূল পর্যায় থেকে উন্নতির স্বর্ণ শিখরে আরোহন করতে হয়।
অনেক সময় ব্যক্তিগত যন্ত্রণা ঢাকা পড়ে যায় ঠাট্টা-মশকরার আড়ালে। বলিউডের আইকনিক কমেডিয়ান জনি লিভারের ক্ষেত্রেও তাই হয়েছে। তিন শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। তার নিজের জীবনেও একটা অধ্যায় অন্ধকারে ঢাকা। জীবনের প্রতি এতটা বিরক্তি এসে গিয়েছিল যে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই এক অধ্যায়ের কথা জানিয়েছেন ভারতের জনপ্রিয় এই কৌতুকাভিনেতা। মাত্র ১৩ বছর বয়সে নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনি। মানসিক অবসাদ গ্রাস করে ফেলেছিল তাকে। জীবনের প্রতি ভীত হয়ে পড়েছিলেন।

জনি বলেন, আমার মনে হয়েছিল বেঁচে থাকলে যন্ত্রণা আরও বাড়বে। তাই ঠিক করেছিলাম নিজেকে শেষ করে দিলে হয়তো সব শেষ হবে। রেললাইনে শুয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। কিন্তু পাড়ার লোকজন আমাকে বাঁচিয়ে নেই।

পর্দায় যিনি সারাক্ষণ হাসাচ্ছেন, তিনি কেন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেন?

জনি জানান, বাবার জন্য কোনো কারণে অবসাদ চলে গিয়েছিলেন। তবে কারণটি অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

জনি জানিয়েছেন, ছোট থেকে তার জীবন একেবারে অন্য দিকে মোড় নিয়েছিল। এমন একটি জায়গায় তিনি থাকতেন সেটা হল অপরাধীদের আখড়া। চোখের সামনে অনেক খুন হতে দেখেছেন তিনি। অভিনেতা না হয়ে অপরাধী হয়েও যেতে পারতেন তিনি। সেই সম্ভাবনাও নাকি ছিল।

Exit mobile version