Site icon Daily Dhaka Press

জাবির ভর্তি পরীক্ষা শুরুর আগেই ৫ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম

জাবি প্রতিনিধি : আগামী ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা শুরুর আগেই অছাত্রদের করাসহ ৫দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে মঞ্চের সদস্য সচিব মাহফুজুর রহমান মেঘ জানান, আমরা ৫ দফা দাবিতে গত ৩ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে যাচ্ছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । এজন্য আমরা প্রশাসনিক ভবন অবরোধের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। যেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা ডেকে অছাত্রদের হল থেকে বের করতে পারে।

নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার করতে পারে। তদন্ত সাপেক্ষে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও প্রভোস্ট সাব্বির আলমের বিচার করতে পারে । আমরা প্রশাসনকে সহযোগিতা করছি।

প্রশাসনকে ঘোষণা করতে হবে আমাদের ক্যাম্পাস অছাত্র, মাদক, ধর্ষক থেকে নিরাপদ। প্রশাসন যদি ভর্তি পরীক্ষার আগে এসব দাবি বাস্তবায়ন না করে, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষা বাধাগ্রস্ত হলে প্রশাসনকে এর দায়ভার নিতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, একজন যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষকের সাথে ভর্তি পরিক্ষায় কাজ করা আমাদের দ্বারা সম্ভব হবে না।

ভর্তি পরীক্ষার আগে নিপীড়নসহ অন্যান্য দাবিগুলো নিষ্পত্তি না করা হলে আমরা ভর্তি পরীক্ষার সকল কাজ থেকে বিরত থাকবো।

ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন হবে নাকি হবে না- তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। প্রশাসনকে ঘোষণা করতে হবে আমাদের ক্যাম্পাস অছাত্র, মাদক, ধর্ষক থেকে নিরাপদ। আমরা প্রশাসনের বিপক্ষে নই কিন্তু তাদেরকে আমাদের এ সব দাবি যথাসময়ে বাস্তবায়ন করতে হবে।

এ সময় আরও উপস্থিত পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version