জেলা প্রতিনিধি, কক্সবাজার: প্রতিবেশী দেশ মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ পাঁচজন অনুপ্রবেশ করেছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকা দিয়ে নাফ নদী পাড় হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে অবস্থান করেন। এদের মধ্যে নৌকার মাঝিমাল্লাও রয়েছেন।
টেকনাফের সাবারাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাফ নদী পাড়ি দিয়ে বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে এসে পৌঁছায়।
পরে আমরা বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। শুনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।
এ বিষয়ে জানতে ২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহিউদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.