কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে র্যাবের এক অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৪ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক আঃ হান্নান (৪১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার উথারিয়াপাড়া গ্রামের মৃত আঃ মোতালেবের পুত্র।
র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির জানান, শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা, নগদ ৩ হাজার ৪৭৫ টাকা ও ১টি মোবাইলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.