কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার একাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “অন্তর্ভূক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শাখার সভাপতি এ্যাড. মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আরা মাহমুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক হেলেনা ইউসুফ, কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, সহ-সভাপতি শাহিদা আক্তার খানম, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, মিঠামইন উপজেলা কমিটির সভাপতি সুলতানা রাজিয়া। পরে এ্যাড. মায়া ভৌমিককে সভাপতি ও আতিয়া হোসেনকে সাধারণ সম্পাদক করে বাকী সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটি প্রদান করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.