Site icon Daily Dhaka Press

সরাইলে কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন করলেন এমপি মঈন উদ্দিন

মো. রুবেল মিয়া : সরাইলের রাজাপুর আনোয়ারা জামির উদ্দিন কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন ও আনোয়ারা জামির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মঈন উদ্দিন মঈন।

এ উপলক্ষ্যে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর এলাকার আনোয়ারা জামির উদ্দিন স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

স্কুল কমিটির সভাপতি মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল- আশুগঞ্জ) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মঈন উদ্দিন মঈন এতে বিশেষ অতিথি ছিলেন কর্ণেল ডাঃ মো. মনিরুল হক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. নাজিম উদ্দিন ভাষানী, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. মোসলেম উদ্দিন, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, অরুয়াইল ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজি আবু তালেব, পাকশিমুল ইউপির চেয়ারম্যান কাউছার আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আমিন খান, যুগ্ম-আহ্বায়ক মো. হোসেন মিয়া, শেখ রাজিবুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।এতে স্বাগত বক্তব্য দেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহদাত হোসেন মাষ্টার।

এছাড়াও সভায় অরুয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী কাপ্তান ও অরুয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল মিয়া, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকগণ, শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version