নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নারী উদ্যোক্তাদের নিয়ে হয়ে গেল উদ্যোক্তা মেলা ও বসন্ত উৎসব। শুক্রবার অনলাইন ভিত্তিক চ্যানেল কিউরিয়াস টিভির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ তালহা ও বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক রফিকুর রহমান। কনসেপ্ট সিটির চেয়ারম্যান শেখ তারেক মাহমুদ, বকুলতলা ফাউন্ডেশনের সভানেত্রী জেসমিন আহমেদ, ফকির মেমরিয়াল ফাউন্ডেশনের পরিচালক কুমকুম ফকির, কিউরিয়াস টিভির উপস্থাপক শাহিদা ইসলাম বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন ’কিউরিয়াস টিভি’র প্রধান সম্পাদক ও ’ডেইলি ঢাকা প্রেসের’ সম্পাদক খান মোহাম্মদ সালেক।
অনুষ্ঠানে উদ্যোক্তারা পণ্য বিক্রির পাশাপাশি তাদের এগিয়ে চলার পথে নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তাদের পৃষ্ঠপোষকতা দেয়ার দাবি জানান।
দিনব্যাপী এ মেলা শেষে লটারীর আয়োজন করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.