Site icon Daily Dhaka Press

বিপিএলে ‘অন্যরকম সেঞ্চুরি’ তামিমের

-ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরে এসে ম্যাচ খেলার সেঞ্চুরি পূর্ণ করেছেন তামিম ইকবাল। বিপিএল ইতিহাসের ৮ম ব্যাটার হিসেবে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন ফরচুন বরিশালের এই অধিনায়ক।

একশো ম্যাচ পূর্ণ করতে তামিম খেলেছেন মোট ৮টি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। শুরু করেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। এরপর খেলেছেন মিনিস্টার গ্রুপ ঢাকা, খুলনা টাইগার্স, রাজশাহী কিংস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম ভাইকিংসে। আর এবার খেলছেন ফরচুন বরিশালে।

তামিমের আগে এই মাইলফলক ছুঁয়েছেন আরও ৭ ব্যাটার। এই তালিকায় ১২১ ম্যাচ খেলে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। এরপর আছেন যথাক্রমে এনামুল হক বিজয় (১১৭), মাহমুদউল্লাহ রিয়াদ (১১৪), ইমরুল কায়েস (১১১), মাশরাফি বিন মর্তুজা (১১০), মোহাম্মদ মিঠুন (১১০) ও সাকিব আল হাসান (১১০)।

এদিকে আজকের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। শুধুই প্লে অফ নয়, টেবিলের শীর্ষ দুইয়েও জায়গা পাকা রাইডার্সদের। অন্যদিকে প্লে অফের পথে আছে ফরচুন বরিশাল। তাই পয়েন্ট টেবিল বিবেচনায় এই ম্যাচ রংপুরের জন্য আনুষ্ঠানিকতার হলেও বরিশালের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

Exit mobile version