Site icon Daily Dhaka Press

চট্টগ্রাম নাগরিক ফোরামের একুশের আলোচনায় সর্বস্হরে বাংলা প্রচলনের দাবি

চট্টগ্রাম ব্যুরো : একুুশ মানে চেতনা, একুশ মানে প্রেরণা। একুশ মানে শক্তি, একুশ মানে আলোর সন্ধান। একুশের পথ ধরেই বাঙালির মুক্তি। ৫২ থেকে ৭১, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। আজ বাংলা ভাষা শুধু বাঙালির ভাষা নয়, এটি এখন বিশ্ববাসীর আন্তর্জাতিক মাতৃভাষা। চট্টগ্রাম নাগরিক ফোরামের একুশের আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

চট্টগ্রাম নাগরিক ফোরাম এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় নগরের মোমিন রোডের বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হলে সংগঠনের কর্মকর্তা ও নারী নেত্রী ফাতেমা আক্তার ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো কামাল উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিবারবর্গের চেয়ারম্যান ও জননেতা জহুর আহমেদ চৌধুরীর সন্তান, আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিল্পী সমিতির সভাপতি নজরুল ইসলাম মাহমুদ, বিশিষ্ট লেখক ও কবি জামশেদ উদ্দিন, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মো : মনসুর আলম।

সভায় বক্তারা আরও বলেন, আজ আমাদের মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হলেও ভাষাকে রক্ষা করার সময় এসেছে। আজকের তরুণ প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষাকে তুলে ধরতে হবে এবং ভাষার ব্যবহারে মনোযোগী বাড়াতে হবে। বক্তারা সর্বস্হরে বাংলা প্রচলনের দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন, লায়ন মাহবুবর রহমান, আলমগীর চৌধুরী, মাসুদ খান, ইকবাল হোসেন জিকু, মোহাম্মদ নুর, শারমিন আকতার, জসিমুল হক চৌধুরী, রোসনা বেগম পলি, খুশি নিরব, মোহাম্মদ এমরান, মাসুদ রানা।

Exit mobile version