নিজস্ব প্রতিবেদক: আগামী ১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমবে। পবিত্র ঈদুর ফিতরের পর নতুন দাম নির্ধারণ করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভোজ্যতেলের শুল্ক লিটারে ৫ টাকা কমিয়েছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘সরকার ৫ টাকা ছাড় দিয়েছে। এখন রমজান সামনে রেখে আপনারা নিজেরাও ৫ টাকা ছাড় দেন।’ সভায় উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তা মেনে নেন। ফলে প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা কমছে।
বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৭৩ টাকায়। দাম কমার পর ১ মার্চ থেকে তা বিক্রি হবে ১৬৩ টাকায়। আর খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।
অবশ্য সয়াবিন তেল ছাড়া পাম তেল বা অন্য কোনো পণ্যের দাম আপাতত কমানো হচ্ছে না বলে জানা গেছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.