
আনন্দ আলো প্রতিবেদক: কলিজারে তুই আমার শিরোনামে একটি নতুন গান সাউন্ডটেকের ব্যনারে ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। রোমান্টিক ধাঁচের গানটিতে মডেল হয়েছেন সেলিম ও তানহা্, গানটির মডেল সেলিম আমাদেরকে জানান যে, গানটির ভিডিও দেখে দর্শক আলাদা একটি আনন্দ পাবেন।
ভিডিওটি নির্মাণ করেছেন একে মামুন এবং পুবাইলের বিভিন্ন মনোরম পরিবেশে গানের স্যুটিং হয়েছে। গানের কথা ফারুক রাজ, সুর করেছেন জি এম রহমান রনি, মিউজিক স্বাধ শাহ্, ক্যামেরায় ছিলেন সোহেল খান এবং প্রযোজক সিনেটেক মাল্টিমিডিয়ার কর্ণধার সেলিম রেজা।
লেভেল: সাউন্ডটেক রোমান্টিক গানটি বিভিন্ন দর্শক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে। তাছাড়া নানার রকমের ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের মতামত জানিয়েছেন।