রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: হত্যার উদ্দেশ্যে নাসিরকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি কলেজ গেইট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত সোমবার (১৯ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় নাসির উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা।
সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হলে অবৈধ অস্ত্র এবং অস্ত্র বহনকারী সংগঠনকে নির্মূল করতে হবে।
এসময় নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, সহ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুল মজিদ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আসাদ উল্লাহসহ প্রায় দুই শতাধিক সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.