Site icon Daily Dhaka Press

মেলায় ব্যাপক সারা ফেলেছে কমান্ডার মঈনের বই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অমর ২১শে গ্রন্থ মেলায় ব্যাপক সারা ফেলেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের দুইটি বই।

মঙ্গলবার বই দু’টির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এরপর থেকে কবি প্রকাশনীর (৬৩ ও ৬৪ নম্বর) স্টলে বইগুলোর পাওয়া যাচ্ছে। এরইমধ্যে ব্যাপক সারা পাচ্ছেন লেখক। গতকাল (বুধবার) ছুটির দিনে কবি প্রকাশনীর স্টলে ক্রেতাদের ঢল নামে। বই কেনার পর লেখকের অটোগ্রাফ নেন বই প্রেমিরা। অনেকে তার সঙ্গে সেলফি তোলেন। এদিন ভারতীয় প্রকাশক ও লেখকরাও তার বই সংগ্রহ করতে দেখা গেছে।

কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার আলোকে সচেতনতামূলক দুটি বই লিখেছেন মঈন। কিশোর গ্যাং ও মাদক বর্তমানে সমাজে প্রধান দু’টি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বই দু’টির একটি ‘মাদকের সাতসতেরো’ অপরটি ‘কিশোর গ্যাং- কীভাবে এলো, কীভাবে রুখবো’।

খন্দকার আল মঈন বলেন, ছুটির দিন হওয়ায় বুধবার বিকাল থেকে মেলায় ছিলাম। বই প্রেমিদের ব্যাপক সারা দেখেছি। অনেকে বই সংগ্রহের পর তাতে অটোগ্রাফ নিছেন, সেলফি তুলেছেন।

প্রায় সব সংখ্যায় বিক্রি হয়ে গেছে
বলেন জানালেন কবি প্রকাশনী সত্ত্বাধিকারী সজল আহমেদ। তিনি বলেন, ‘শেষ সময়ে বই দু’টি এলেও এর ব্যাপক চাহিদা। আগে থেকে লেখকের সুপরিচিত থাকায় অনেকে তার বই সংগ্রহ করছেন। এরইমধ্যে দু’টি বইয়ের প্রায় সব সংখ্যায় বিক্রি হয়ে গেছে।’

Exit mobile version